নোয়াখালীতে শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 19, 2025 - 11:07
 0  10
নোয়াখালীতে শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে ইমাম হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের শৌরশাক গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ফেনীর হাজারী রোডে ভাড়া বাসায় থাকেন এবং গ্রামে গ্রামে ঘুরে শিলপাটা খুঁটানোর কাজ করেন।

ভিকটিম তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত। দুপুর সোয়া ১টার দিকে শিশুটির মা ইমাম হোসেনকে শিলপাটা খুঁটানোর কাজে ডাকেন। কাজ শেষ হলে তিনি টাকা আনতে বাসার বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। শিশুর চিৎকার শুনে মা ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করেন। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানিয়েছেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে বুধবার (১৯ মার্চ) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগই পারে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow