নোয়াখালীতে ৭ বছরের শিশু ধর্ষণ: দোকানদারসহ চারজন আটক

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 23, 2025 - 23:12
 0  3
নোয়াখালীতে ৭ বছরের শিশু ধর্ষণ: দোকানদারসহ চারজন আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মর্মান্তিক ঘটনায় ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় দোকানদারকে এ ঘটনার সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। 

গত শনিবার (২২ মার্চ) বিকেল পাঁচটার দিকে শিশুটিকে তার মা বাড়ির পাশের দোকানে পাঠান। প্রায় এক ঘণ্টা পরও শিশুটি ফিরে না এলে মা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তিনি শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখেন। শিশুটি তখন হাঁটতে পারছিল না এবং তার শরীর থেকে রক্ত পড়ছিল। পরবর্তীতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, শিশুটির শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম রয়েছে। গভীর ক্ষতের কারণে সেলাই করতে হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা গুরুতর, এবং তার মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত তথ্য জানা যাবে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ভুক্তভোগীর পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে ঘটনাটি গুরুতর বিবেচনা করে রাতেই সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। 

এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। শিশুটির দ্রুত সুস্থতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি উঠেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে। 

এই ধরনের ঘটনা সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শিশুদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সকল স্তরে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow