নোয়াখালীর চাটখিল থকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার

রিপন মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি
Aug 1, 2024 - 21:42
 0  5
নোয়াখালীর চাটখিল থকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক।  আর আগে,  বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক থেকে বোমা গুলো উদ্ধার করা হয়।

ওসি মো.ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে দুটি দলের স্লোগান দিয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow