নোয়াখালীর বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

রিপন মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি
Sep 7, 2024 - 18:32
 0  6
নোয়াখালীর বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালী সড়কের বয়ারচর সংযোগ ব্রীজঘাট ও বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বয়ারচর ও রামগতি দুই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 
শনিবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে বয়ারচর সংযোগ ব্রীজঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী। 

এ সময় বক্তরা বলেন, আমাদের বয়ারচরের সংযোগ ব্রীজটি রয়েছে নদীর শ্রোত পরিবর্তন হয়ে বিভিন্ন পাড় ভাঙ্গন শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক বসত-ভিটা। এ মুহূর্তে ব্রীজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি তা দ্রুত সংস্কার কারা না হয় তাহলে এই অঞ্চলের ৫০ হাজারের বেশি মানুষ  রামগতি উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 

স্থানীয়রা মানববন্ধন থেকে জানান, ব্রীজঘাটের পাশাপাশি বেড়িবাঁধ  অতি দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন। বেড়িবাঁধ ভাঙনের কারণে কৃষি জমিতে নোনা পানি ডুকে ফসলি জমি নষ্ট হচ্ছে। একই সাথে বাড়িঘর গুলো ভাঙন শুরু হয়েছে।  

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow