ন্যায়নীতি ও আদর্শের পথে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও জেলা শুরা সদস্য মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মো. ইউসুফ, জেলা সহ-সভাপতি মো. ইউসুফ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাইনউদ্দিন ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়নীতি ও আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। তারা আরও উল্লেখ করেন যে, সংগঠনটি দেশের ইসলামি শিক্ষা বিস্তার ও আদর্শিক নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
What's Your Reaction?






