নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 20, 2025 - 21:50
 0  2
নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলীকদম উপজেলার ০৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯তম রমজান) নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়া চৌরাস্তার মোড়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাফর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাহজাহান মনু। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, উপজেলা শ্রমিক দলের সভাপতি চুরুত আলম, সাধারণ সম্পাদক নুরুল আফসার ছোটন ও নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আবু জুয়েল নুরখান। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাগান পাড়া জামে মসজিদের খতিব মাওলানা ফারুক আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow