পত্রিকার এজেন্টের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড ও থানার সামনে পত্রিকার এজেন্ট ইকবাল হোসেনের ওপর হামলাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে খোকসা বাসস্ট্যান্ডে মানববন্ধন শুরু হয়। প্রায় ২০ মিনিট পর মানববন্ধনকারীরা মৌন মিছিল নিয়ে থানার গেটে এসে অবস্থান নেয় এবং সেখানে পুনরায় মানববন্ধন গড়ে তোলে।
এ সময় বক্তৃতা করেন ইয়াকুব আলী, জুলফিকার হোসেন প্রমুখ। বক্তারা হামলাকারী যুবলীগ নেতা ও পত্রিকার এজেন্ট সুলতান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনকারীরা পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে ইকবাল হোসেনের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন।
What's Your Reaction?






