পদ্মা সেতুর টোল প্লাজায় যানজট, ঈদ যাত্রায় বাড়ছে ভোগান্তি

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সিগঞ্জ
Mar 28, 2025 - 15:06
Mar 28, 2025 - 15:10
 0  5
পদ্মা সেতুর টোল প্লাজায় যানজট, ঈদ যাত্রায় বাড়ছে ভোগান্তি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয়েছে টানা ৯ দিনের সরকারি ছুটি। প্রথম দিনেই রাজধানী ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ঘরমুখো মানুষ। ফলে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

ভোর থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ব্যক্তিগত যানবাহন, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। এতে মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, ভোর থেকে টোল প্লাজায় গাড়ির সংখ্যা বাড়তে থাকে। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি বুথ চালু করা হলেও তা যথেষ্ট না হওয়ায় অতিরিক্ত বুথ খোলা হয়েছে।

এদিকে, হাসাড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জানান, পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির জট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদযাত্রার সময় যানবাহনের অতিরিক্ত চাপের কারণে টোল প্লাজায় অপেক্ষার সময় বেড়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সেতু কর্তৃপক্ষ যানজট কমাতে একসঙ্গে কাজ করছে।

সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা অনেক সহজ হয়েছে, তবে অতিরিক্ত যানবাহনের কারণে টোল প্লাজায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow