পবিত্র কোরআন বিতরণ ও মেধাবীদের সংবর্ধনায় শিবিরের ইফতার মাহফিল

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 18, 2025 - 22:43
 0  3
পবিত্র কোরআন বিতরণ ও মেধাবীদের সংবর্ধনায় শিবিরের ইফতার মাহফিল

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাভার উপজেলা শাখার উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সাভারের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাখার সেক্রেটারি মারুফ বিল্লাহ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার উপজেলা শাখার আমির আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল। আলোচনা পর্বে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে শিবিরের দায়িত্বশীলরা তাদের সন্তোষজনক উত্তর প্রদান করেন।

ইফতার মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে মহাগ্রন্থ আল-কোরআন বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাভার উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow