পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.আজাদের ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সাংসদ এ.কে.আজাদের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু'র সভাপতিত্বে রবিবার বিকেল পাঁচটায়
শহরের কোতোয়ালী থানার মোড় হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন যে, ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ.কে আজাদ সব সময় গরিব অসহায় মানুষের পাশে ছিলেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবারের ন্যায় এবারও গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করবেন। পরিশেষে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১০০০ জন গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
What's Your Reaction?