পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের হাফেজদের সাহরী নাইট ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 30, 2024 - 15:02
 0  15
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের হাফেজদের সাহরী নাইট ও আলোচনা সভা অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের হাফেজদের সাহরী নাইট ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাফেজদের মিলনমেলা বৃহত্তর ফরিদপুরের উদ্যোগে সংগঠনের প্যানেল এ্যাডমিন আবু ওবায়দা'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিবাগত রাত দুইটা থেকে ‌ভোর চারটা পর্যন্ত শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুরের ( রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর) হাফেজদের মিটআপ,সাহরী নাইট ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  মুফতি মাহমুদ হাসান ফায়েক,    মুহতামিম ও শায়খুল হাদিস শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার,হাফেজ কারী মিসবাহ উদ্দিন‌‌,অধ্যক্ষ মদিনাতুল উলুম মাদ্রাসা তাইয়েবা রঘুনন্দনপুর ফরিদপুর,
হাফেজ ক্বারী মুইন, শিক্ষক আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর, হাফেজ ক্বারী মাহবুব,প্রতিষ্ঠাতা মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর, হাফেজ ক্বারী বেলাল মাদানী, পরিচালক মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর,    
মুফতি আবু নাসির, শিক্ষক দারুল উলুম মহিলা মাদ্রাসা ফরিদপুর,    হাফেজ ক্বারী আতিক পরিচালক বায়তুশ শরফ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ফরিদপুর সদর,হাফেজ ক্বারী আ: রশিদ, শিক্ষক মারকাজুল হুদা ইসলামিয়া মাদ্রাসা ফরিদপুর সদর হাফেজ কারী আসাদুল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল কুরআন মাদ্রাসা ফরিদপুর, হাফেজ কারী আইয়ুব আলী, প্রধান পরিচালক তাহফিজুল কুরআন মাদ্রাসা ফরিদপুর, কারী শায়েখ মোহাম্মাদুল্লাহ বিশিষ্ট শায়খ ও গবেষক কুরআন বিষয়ক রিসার্চ সেন্টার ফরিদপুর,ফরিদপুর জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মোস্তফা কামাল,ফরিদপুর জেলা ছাএলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানসহ বৃহত্তর  ফরিদপুরের বিভিন্ন মাদ্রাসা,ইসলামি রিচার্স সেন্টারের  বিভিন্ন পর্যায়ের  হাফেজ,মুফতি,ক্বারীবৃন্দ।
বক্তারা পবিত্র কুরআন শরীফে বর্নিত জীবন ব্যবস্থার মধ্যে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow