পরকীয়ার প্রতিবাদ করায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর উদ্যোগে মামলাটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের হৃদয় গাজী (২১) ও তামান্না আক্তার (১৫) প্রেমের সম্পর্কের পর ২২ জানুয়ারি ২০২৫ সালে গ্রাম্য কাজীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে কোর্ট এফিডেভিট সম্পন্ন করেন।
অভিযোগ রয়েছে, হৃদয়ের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তামান্না তার মা হাজেরা বেগমের সহায়তায় পাশের গ্রামের মোরছালিন নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে গ্রাম্য সালিশ বসলে তামান্না ও তার পরিবারকে সতর্ক করা হয়।
এরপর ১৬ মার্চ দুপুরে হাজেরা বেগমের নির্দেশে স্থানীয় কয়েকজন হৃদয় ও তার বাবা দুলাল গাজীকে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে যান এবং অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা যায়, মামলাটি ১৬ মার্চ সন্ধ্যায় এজাহারভুক্ত হয় (মামলা নম্বর: জিআর ১৪/২৫)। সোমবার সকালে পুলিশ হৃদয় ও তার পিতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় হৃদয়ের বাড়ির সামনে এলাকাবাসী মানববন্ধন করে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানায়।
What's Your Reaction?






