পরিবেশ রক্ষায় খোকসা উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ 

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি
Jul 30, 2024 - 19:58
 0  4
পরিবেশ রক্ষায় খোকসা উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ 

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে বনায়ন সৃষ্টি ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০ 'জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ গাছ রোপণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, এডিসি(রাজস্ব) আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: দোস্তদার হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, আজ প্রথম দিনে উপজেলার বিভিন্ন স্থানে ৪০০ টির অধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলাব্যাপী ১০ হাজার গাছ রোপণ করব। গাছগুলো বড় হলে এর ফুল ও ছায়া এখানে আগত দর্শনার্থীদের প্রফুল্লতা আরো বাড়িয়ে দিবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow