পহেলা বৈশাখে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু রমনীদের সিঁদুর উৎসব

বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সনাতন হিন্দু সম্প্রদায়। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হয় সিঁদুর উৎসব।
প্রতি বছরের মতো এবারও নববর্ষের প্রথম দিনে শহরের হিন্দু রমণীরা ঐতিহ্যবাহী পোশাকে মন্দিরে উপস্থিত হন। ধূপ-দীপ জ্বালিয়ে, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার মাধ্যমে তারা নতুন বছরের জন্য মঙ্গল কামনা করেন। পরে একে অপরকে সিঁদুর পরিয়ে স্বামী-সংসারে সুখ-শান্তি কামনা করে উৎসবে অংশ নেন।
সিঁদুর খেলায় অংশ নেওয়া দীপা পাল বলেন, “বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ আমাদের নববর্ষ। আমরা প্রতি বছর এই দিনে সিঁদুর খেলায় অংশ নিই। এতে আমরা নিজেদের ও পরিবারের মঙ্গল কামনা করি।”
অন্যদিকে অংশগ্রহণকারী গোপা, শিপ্রা ও মুন জানান, “আমরা শুধু নিজের সংসার নয়, সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করি।”
মন্দিরের পুরোহিত গোবিন্দ চক্রবর্তী জানান, “পহেলা বৈশাখ উপলক্ষে সনাতন হিন্দু নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে স্বামী-সংসারে সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন। এটি একটি ধর্মীয় রেওয়াজ। এই দিনে সকলের শান্তি ও কল্যাণ কামনাও করা হয়।”
তিনি আরও জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে সপ্তাহব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে, যেখানে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে মুখর থাকবে মন্দির প্রাঙ্গণ।
What's Your Reaction?






