পাঁচ বছর পর কুবিতে বৈশাখী মেলা ও শোভাযাত্রা

পাঁচ বছর পর আবারও পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বাংলা ১৪৩২ সালকে বরণ করে নিতে প্রশাসনের উদ্যোগে থাকছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ নানা আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা নববর্ষ উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
করোনা মহামারির কারণে ২০২০ সালে এবং রমজান ও ঈদ ছুটির কারণে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুবিতে পহেলা বৈশাখে কোনো আয়োজন হয়নি। পাঁচ বছর পর আবারও উৎসব আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘নববর্ষ উপলক্ষে এবছর আনন্দ শোভাযাত্রা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভাগভিত্তিক বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিটি বিভাগের জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, দিনব্যাপী কর্মসূচিতে শোভাযাত্রার পাশাপাশি থাকছে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বৈশাখী মেলা।
What's Your Reaction?






