পাগড়ী প্রদান উপলক্ষে সি টি এল এর ২০৯ তম উপহার প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার নুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসার, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, অগ্রভাগিয় সাহিত্য সংগঠন সি টি এল এর উপহার প্রদান।
নুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসায় প্রতি বছরের নেই এ বছর দুজন হাফেজ ছাত্র পাগড়ি পেয়েছে। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওঃ তোফাজ্জল হক জানান,এই মাদ্রাসা টি আমার বাবার, মাওঃ উসমান গণী ( রঃ) এর হাতে গড়া প্রতিষ্ঠান,আমার বাবা থাকাকালীন থেকে এ পর্যন্ত মাদ্রাসাটি সুনামের সহিদ পরিচালনা করে আসছি। এবং অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটি এল। এর পক্ষ থেকে গত বছরের নেয়,এবছর ছাত্রদেরকে উপহার প্রদান করেন।
অগ্রভাগিয় সাহিত্য সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে,অসহায় দ্বারস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা এবং বিভিন্ন মাদ্রাসায় মসজিদে অনুদান দিয়ে আসছে,
অগ্রভাগী ও সাহিত্য সংগঠনের সভাপতি আসফাতুল হোসেন ভূঁইয়া এলমান জানান। আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকি, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হল। পথচারী অসহায় দারস্ত পরিবারের পাশে দাঁড়ানো, এবং যাদের ঘর-বাড়ি নেই ঘর করে দেওয়া, যাদের টিউবওয়েল, বাথরুম,নেই,আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো করার চেষ্টা করব তাছাড়া, অসুস্থতার কারণে কাজকর্ম করতে পারে না,এবং বিভিন্ন স্কুল মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র-ছাত্রীরা টাকার অভাবে পড়ালেখা করতে পারে না,তাদের পাশে দাঁড়িয়ে, আমাদের সমর্থন অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা এটাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।
What's Your Reaction?






