পাটগ্রাম উপজেলার প্রতিনিধি আব্দুস সামাদ এর মেয়ের শুভ জন্মদিন
শুভ শুভ শুভ দিন সাদিয়া আফরোজ সিমা এর শুভ জন্মদিন। পেছনে ফেলে দাও সব দুঃখ, ঝেড়ে নাও সকল অভিমানের বোঝা, তোমার জন্মদিনের রইল আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা। আজ সাংবাদিক আব্দুস সামাদ এর মেয়ের শুভ জন্মদিন। হাটি হাটি পা পা করে ৭ টি বছর পেরিয়ে ৮ বছরে পা রাখায় । খোলাচোখ এর পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা।কিছু সম্পর্ক, কিছু মানুষ রক্তের বন্ধন না থাকলে তারা আমাদের আত্মার বন্ধু বা আত্মীয় তেমনি একজন মামনী সাদিয়া আফরোজ সিমা। আমাদের কাছে তুমি একজন ভালো মানুষ।
আমরা কৃতজ্ঞতা জানাই এই দিনটার প্রতি কারণ আজকের দিনটায় তুমি জন্মে ছিলে। সেজন্য আবারো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে পাওয়া না পাওয়ার হিসাবটা না হয় রেখে দিও নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও। শুভ জন্মদিন। শুভ হোক আগামীর পথচলা।
What's Your Reaction?