পাটগ্রামে অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাই
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলপুর এলাকায় আগুনে পুড়ে এক অসহায় পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় উপজেলার বাউরায় ইউনিয়নের রসূল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়,বৃহস্পতিবার রাতে রসুলপুর গ্রামের সুরুজ্জামান (৬০) পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১১ টার দিকে ঘরে আগুন দেখে চিল্লাচিল্লি শুরু করে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘরে থাকা একটি গরু, পাঁচটি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ শামসুল হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্ত সুরুজ্জামান একজন অসহায় মানুষ। আমাদের দলের পক্ষ থেকে তাকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হবে।,
এ সময় বাউরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান মানিক বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি খুবই গরীব আমরা সবাই তাকে সহযোগিতা করার চেষ্টা করছি।,
পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মফিদার রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় লোকজন ও আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।,
What's Your Reaction?