পাটগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
লালমনিরহাট জেলার পাটগ্রামে উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আফজাল মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিফ উল আহসান, নেসকোর নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবীব, অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, কৃষি অফিসার আবদুল গাফফার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা রায়হান কবির, উপজেলা প্রকৌশলী মোঃ সাফিউল ইসলাম রিফাত, মৎস্য অফিসার দ্বীন মোঃ আসাদুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা মোতাহারুল হক, ইসলামি আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ আব্দুস সামাদ সহ ,আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, বাল্যবিবাহ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম।।
What's Your Reaction?