পাটগ্রামে জটিল রোগে আক্রান্ত ৬০ জন রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ
লালমনিরহাটের পাটগ্রামে ছয়টি জটিল রোগে আক্রান্ত ৬০ জন রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় শহীদ আফজাল মিলনায়তনে চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন লালমনিরহাট-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী,পাটগ্রাম সমাজসেবা অফিসার মন্জুর মোর্শেদ খান।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬০ জন রোগীর মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
What's Your Reaction?