পাটগ্রামে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালিত
আসুন সবাই মিলে মানব পাচার এবং এর নিষ্ঠুর পরিণতির বিরুদ্ধে লড়াই করি, সকলের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ নির্মাণ করি এই প্রতিপাদ্য স্লোগান কে সামনে রেখে লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় জাতীয় মানব পাচার সচেতনতা দিবস উপলক্ষে মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ জানুয়ারী পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজে আমেরিকার জনগনের উদার সহায়তায় ইউ এস এজেন্সি ফর ইন্টার ন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএ আইডি) ও আর ডি আর বাংলাদেশ এর সহযোগীতায় জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালিত হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মানব পাচারের শাস্তি, মানব পাচারে অভিযুক্ত একক ব্যক্তি সবোর্চ্চ যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমপক্ষে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং কমপক্ষে ৫০ হাজার টাকা অত্রদণ্ড হবে । আসুন সবাই মিলে মানব পাচার এবং এর নিষ্ঠুর পরিনতির বিরুদ্ধে লড়াই করি সকলের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ নিমান করি । ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জানুয়ারিকে জাতীয় দাসত্ব এবং মানব পাচার প্রতিরোধ মাস হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্হিত ছিলেন পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক এ কে এম ফজলুল হক, সহকারী অধ্যাপক নিলুফা ইয়াসমিন, সিনিয়র প্রভাষক বিপ্লব বিকাশ রায়, RDRS এর প্রজেক্ট অফিসার শমসের আরা বিলকিস, RDRS এর কমিউনিটি মোবিলাইজার অফিসার শাহরীন লিজা প্রমুখ।
What's Your Reaction?