লালমনিরহাটের পাটগ্রামে জিয়া পরিষদের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ ডিসেম্বর সকাল ১০ টায় শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সন্মেলনে আব্দুল হাকিম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল করিম প্রধান আহবায়ক উপজেলা বিএনপি; মোস্তফা সালাউজ্জামান ওপেল, সভাপতি পাটগ্রাম পৌর বিএনপি।
সম্মেলন উদ্বোধন করেন সাইফুল ইসলাম সভাপতি জিয়া পরিষদ লালমনিরহাট, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন মো: দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জিয়া পরিষদ লালমনিরহাট। সম্মেলন সঞ্চালনা করেন মো: মুকুল হোসেন। এছাড়াও উপস্হিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, উপজেলা বিএনপির সিঃযুগ্ন আহবায়ক সফিকার রহমান, যুগ্ন আহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল প্রধান শিক্ষক,যুগ্নআহবায়ক রফিকুল ইসলাম জিএস,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু মাহফুজার রহমান মিলন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগতবেড় ইউনিয়ন শাখা।জিয়া পরিষদের উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি-স্বৈরাচার হাসিনা সরকারের বিভিন্ন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা যেন সাংবিধানিক বৈধতা ছিল। তিনি তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা করেন। তিনি সবাই কে সদাচরণের কথা বলেন, আপনাদের আচার আচরনের মাধ্যমে যেন আওয়ামীলীগ আর বিএনপির পার্থক্য বুঝতে পারেন সাধারণ মানুষ।
সম্মেলনে পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হন আখতারুজ্জামান সওদাগর রাজু এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন সাব্বির আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হাকিম ইভান, পাটগ্রাম পৌর শাখার সভাপতি নির্বাচিত হন ফরহাদ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম মুরাদ।