পাটগ্রামে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার 

পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধি
Feb 5, 2025 - 23:32
 0  6
পাটগ্রামে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার 

লালমনিরহাটের পাটগ্রামে তিন সন্তানের জননী রেনুকা বেগমেের (৪৫) লাশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের ভিতর পাওয়া গেছে। অনেকেই বলছেন এটি একটি হত্যাকাণ্ড।

 বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান বড় ছেলে হাসানুজ্জামান সাগর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর বুধবার দুপুরে বাড়িতে খেতে এলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মাকে গলায় ওড়না পেঁচানো ও বালিশ চাপা দেয়া অবস্থায় মৃত দেখতে পান। পরে জরুরি নাম্বারে ৯৯৯ কল দিলে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে যায়।

এদিকে এদিন বিকেলে নিহত রেনুকার দ্বিতীয় স্বামী জবেদুল ইসলাম থানায় আসেন। এ সময় পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দ্বিতীয় স্বামী জবেদুলের সাথে বাকবিতণ্ডার জেরে রেনুকাকে গলা টিপে হত্যা করেছেন জবেদুল।

এ বিষয়ে ছেলে হাসানুজ্জামান সাগর বলেন, ‘আমি গতকাল রাতে শ্বশুরবাড়িতে ছিলাম। সৎ বাবা জাহেদুল ইসলাম বাড়িতেই ছিলেন। পরদিন দুপুরে খেতে এসে মাকে মৃত অবস্থায় পাওয়ার পর বাবাকে পাইনি। তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারিনি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আশরাফুজ্জামান সরকার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow