বান্দরবানে আন্তর্জাতিক বন দিবস উদযাপন

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Mar 24, 2025 - 23:07
Mar 24, 2025 - 23:46
 0  15
বান্দরবানে আন্তর্জাতিক বন দিবস উদযাপন

বান্দরবানের রোয়াংছড়িতে আন্তর্জাতিক বন দিবস উদযাপনের অংশ হিসেবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে ‘বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন’ শ্লোগানে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনটি ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে আইআইইডি কর্তৃক বাস্তবায়িত রেডা সিএইচটি-এসএফএলআর প্রকল্প এবং আরণ্যক ফাউন্ডেশন ও তহ্ জিংডং-এর সহযোগিতায় সম্পন্ন হয়। বন দিবসের মূল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাড়া কার্বারী সাধন কুমার তঞ্চঙ্গ্যা, এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন বান্দরবান আরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, "সুস্থভাবে থাকতে হলে পরিবেশ রক্ষা করতে হবে। বন সংরক্ষণ না হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, যা মানুষের সুস্বাস্থ্যের জন্যও হুমকি।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, রোয়াংছড়ি থানার ওসি মো. মনজুর হোসেন, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা এবং পাইন্দু রেঞ্জ অফিসার জয়ন্ত কুমার।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী এবং আরণ্যক ফাউন্ডেশন ও তহ্ জিংডং-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি পার্বত্য অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow