পাহারাদারদের বেঁধে ট্রান্সফরমার লুট, তদন্ত চলছে পুলিশের

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Mar 25, 2025 - 14:56
 0  10
পাহারাদারদের বেঁধে ট্রান্সফরমার লুট, তদন্ত চলছে পুলিশের

নওগাঁর রাণীনগরে গভীর রাতে পাহারাদারদের বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার লোহাচুড়া গ্রামের পশ্চিম মাঠে বাবলি আক্তার পুতুলের নলকূপে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চলতি মাসে এ নিয়ে ১১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত ছয় মাসে উপজেলায় মোট ৬৬টি ট্রান্সফরমার চুরি বা লুট হলেও এখন পর্যন্ত কোনো চোর বা লুটের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

গভীর নলকূপের পাহারাদার মিরাজ হোসেন বলেন, "আমি ও আরও একজন পাহারায় ছিলাম। গভীর রাতে ১০-১২ জনের একদল লোক এসে আমাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়। তবে তিনটি ট্রান্সফরমারের মধ্যে মাত্র একটি নিয়ে গেছে।"

নলকূপের মালিক বাবলি আক্তার বলেন, "আমাদের নিজস্ব গভীর নলকূপে তিনজন পাহারাদার ছিলেন। কিন্তু ওই রাতে একজন পাহারায় ছিল না। দুইজন পাহারাদারকে বেঁধে ফেলে দুর্বৃত্তরা ট্রান্সফরমার লুট করে। বিষয়টি থানায় জানানো হয়েছে।"

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চক্রটিকে ধরতে তদন্ত ও অনুসন্ধান চলছে।"

এ ঘটনার মাত্র কয়েক দিন আগে, ১৪ মার্চ এক রাতেই উপজেলার পোয়াতা ও ওমরপুর মাঠ থেকে চারটি নলকূপের ১০টি ট্রান্সফরমার চুরি হয়। এছাড়া, ৯ মার্চ উপজেলার কামতা গ্রামের জামাল হোসেনের একটি ট্রান্সফরমার চুরি হয়েছিল।

টানা ট্রান্সফরমার চুরি ও লুটের ঘটনায় স্থানীয় কৃষকরা আতঙ্কিত। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও ট্রান্সফরমার উদ্ধারসহ পুলিশের কঠোর নজরদারি দাবি করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow