পাহাড়ে পানির উৎস সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে স্থানীয় হেডম্যান- কারবারীদের সচেতনতা বাড়াতে হবে--ইউএনও

রুমা(বান্দরবান)প্রতিনিধি
Feb 1, 2024 - 19:08
 0  13
পাহাড়ে পানির উৎস সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে স্থানীয় হেডম্যান- কারবারীদের সচেতনতা বাড়াতে হবে--ইউএনও

পাহাড়ে পানির উৎস সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে স্থানীয় হেডম্যান- কারবারীদের সচেতনতা বাড়াতে হবে। উৎসসমূহ চিহৃিত ও টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য  জনপ্রতিনিধিসহ স্থানীযদের সচেতনতা গড়ে তুলতে প্রশিক্ষণের উপরও গুরুত্বরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক।
পার্বত্য চট্টগ্রামের পানির উৎসসমূহ চিহৃিত ও পূনরুজ্জীবিত করনের মাধ্যমে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং সমীক্ষা প্রতিবেদন বিষয়ক এক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন।
বান্দরবানের রুমায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায়  এই সভা আয়োজন করেন- সেন্টার ফর এনভারনমেন্টাল এন্ড জিওগ্রাফিক্স ইনফরমেশন সার্ভিসেস(সিইজিআরএস)।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন   উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, ,  উপজেলা কৃষি কর্মকর্তা কাজী রকিব জোবায়ের, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রানি সম্পদ কর্মকর্তা সুকান্ত দেব নাথ, সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, পলি মৌজা হেডম্যান চিংসাঅং মারমা,  রেমাক্রীপ্রাংসা মৌজা হেডম্যান লালজৌখুম বম ও উন্নয়ন বোর্ডের এসএসএস প্রকল্পের উপজেলা উপ-প্রকল্প ব্যবস্থাপক নকুলচন্দ্র ত্রিপুরা।
এছাড়াও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও বিভিন্ন পাড়ার সামাজিক নেতৃবৃন্দ এই অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন।
এর আগে অবহিতকরণ বিষয়বস্তু নিয়ে মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রকৌশলী শাকিল আহমেদ। 
পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহকারীদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেন গবেষক আজিজুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow