পিরোজপুরে এলজিইডি-হিসাবরক্ষণ অফিসের ৫ কর্মকর্তা গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 17, 2025 - 16:46
 0  19
পিরোজপুরে এলজিইডি-হিসাবরক্ষণ অফিসের ৫ কর্মকর্তা গ্রেফতার

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের চারজন কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের একজন কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার মো. মহসিন, এসএএস সুপারভাইজার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হাসান এবং এলজিইডি অফিসের হিসাবরক্ষক মোজাম্মেল হক খান।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম ২৩ জনকে আসামি করে মোট আটটি মামলা দায়ের করেন। এর পরদিনই ওই মামলার ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি কার্যালয়ের দুর্নীতির অভিযোগ।

পরবর্তী সময়ে স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে একাধিক তদন্ত কমিটি পাঠানো হয়। তদন্তে উঠে আসে—প্রকল্পের কাজ সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ২ হাজার ৫০০ কোটি টাকার বেশি বিল পরিশোধ করা হয় এবং ১০১ কোটি টাকার ব্যয়সংক্রান্ত গরমিল পাওয়া যায়।

এসব অনিয়মের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।

পিরোজপুরে দুদকের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, “জেলা হিসাবরক্ষণ অফিস ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে সীমাহীন দুর্নীতি হয়েছে। ইতোমধ্যে ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারসহ মামলার অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow