পিরোজপুরে গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা

পিরোজপুরে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে আফতাব উদ্দিন কলেজ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহিম খলিল। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আ. সালাম বাতেন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. আবুল হোসেন।
বক্তারা বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী এই দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। এজন্য তারা ২৫ মার্চ রাতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপর গণহত্যা চালায়। ২৫ মার্চের গণহত্যা আমাদের জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। ভয়াবহ সেই হত্যাযজ্ঞের পরও বাঙালি জাতি দমে যায়নি। প্রথম পর্যায়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর সদর দপ্তরসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় গণহত্যা চালায়। পরবর্তীতে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
What's Your Reaction?






