পিরোজপুরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে পিরোজপুর জেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য একটি মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়। এ প্রশিক্ষণে পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করবেন।
এছাড়াও, দেশের ১৬টি জেলায় একযোগে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক (গ্রেট-১) মোঃ আব্দুল কাইয়ুম, যিনি ভার্চুয়ালি মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, পিরোজপুর স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, আনসার ও ভিডিপি এর জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন।
এনআইএলজি-র অনুষদ সদস্য মোহাম্মদ আবু নাসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা, সরকারের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা, এবং সমাজে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের অনেক দায়িত্ব রয়েছে, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে।
What's Your Reaction?






