পিরোজপুরে চুরি ও হারানো মোবাইল-টাকা-মোটরসাইকেল উদ্ধার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 24, 2025 - 14:46
 0  4
পিরোজপুরে চুরি ও হারানো মোবাইল-টাকা-মোটরসাইকেল উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন, মোটরসাইকেল এবং বিকাশের ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

পুলিশের তথ্যমতে, তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৪,৫০০ টাকা বিকাশের ভুল লেনদেনের টাকা, একটি মোটরসাইকেল এবং দুইটি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে আইফোন, ভিভো, রেডমি, স্যামসাং, রিয়েলমি, অপোসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর থানায় ১২টি, ইন্দুরকানি থানায় ৩টি, ভান্ডারিয়া থানায় ৬টি, মঠবাড়িয়া থানায় ৯টি, নাজিরপুর থানায় ৩টি, কাউখালী থানায় ১টি এবং নেছারাবাদ থানায় ১টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল।

গত বছরের ২৩ সেপ্টেম্বর গাজীপুর জেলার গাছা থানার তারাগাছ এলাকা থেকে সাজু বিশ্বাস (৩৭), পিতা: আব্দুল কুদ্দুস, সাং: তারাপুর, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া-এর ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩, কালো রঙের ১৫০ সিসির মোটরসাইকেল হারিয়ে যায়। পরে পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শিকারপুর লাশকাটা ঘরের সন্নিকটে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং মালিকের কাছে হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow