পিরোজপুরে দুই প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 30, 2025 - 17:50
 0  3
পিরোজপুরে দুই প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমোদয়কাঠি ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সোহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সমোদয়কাঠি ইউনিয়নের সোহাঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল সরকার ও সোহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান সেলিম বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলের নাম ভাঙিয়ে একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করেছেন। তারা প্রতিষ্ঠান দুটিকে দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি ও ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন বলেও অভিযোগ উঠে।

বক্তারা আরও বলেন, আর্থিক সুবিধা গ্রহণসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে তারা বিদ্যালয় দুটির সুনাম ক্ষুণ্ন করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রধান শিক্ষক পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে চাকরি থেকে অব্যাহতির দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব পান্না, সোহাঙ্গল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য জহিরুল ইসলাম মনির, সমোদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে স্কুলের অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow