পিরোজপুরে পবিত্র কোরআন শরিফ বিতরণ করলেন পুলিশ সুপার
পিরোজপুরে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছেন জেলা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বসে ৬০ জন মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরিফ বিতরণ করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশ পিরোজপুরে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এরই ধারাবাহিকতায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদরাসা ও এতিমখানা প্রিন্সিপাল মো. মোশাররফ হোসেন বলেন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই মাদরাসার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ পেয়ে। স্যারের এমন উদ্যোগ প্রশংসনীয় এটি ইসলামকে প্রসারিত করতে সাহায্য করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত), ডিআইও-১, ওসি ডিবি, মাদ্রাসার শিক্ষকগণ ও জেলা পুলিশ পিরোজপুর এর বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
What's Your Reaction?