পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের ঈদোত্তর মতবিনিময়

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ঈদোত্তর মতবিনিময় সভা করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমেই সমাজের নানা ঘটনা সামনে আসে, যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হয়। অন্যায়-অনিয়ম দূর করতে পুলিশ ও সাংবাদিক—উভয়েই একে অপরের পরিপূরক।”
তিনি আরও বলেন, “পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তাদের আন্তরিকতা ও পেশাদারিত্ব জেলা পর্যায়ের জন্য অনুকরণীয়। আমি আশা করি, ভবিষ্যতেও তারা আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। পেশাগত দায়িত্ব পালনে পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা থাকবে।”
সভা শেষে পুলিশ সুপার সকলের মঙ্গল কামনা করেন এবং সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
What's Your Reaction?






