পিরোজপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সোবাহান সহ পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদকসহ পুলিশের সদস্য ও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের তার বক্তব্যে বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে, পিরোজপুরের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, যা জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটি উদাহরণ হতে পারে।" তিনি আরও বলেন, পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকেরা অপরাধ দমনে একসাথে কাজ করছে, যা সমাজে অপরাধ নির্মূল করতে সহায়ক।
পুলিশ সুপার আরও জানান, সাংবাদিকরা প্রত্যন্ত অঞ্চলের খবর সংগ্রহ করে, এবং তাদের সহযোগিতায় সহজেই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়। তিনি পিরোজপুরের সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে পুলিশের সাথে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?






