পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 13, 2025 - 21:02
 0  2
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন

নানা আয়োজন, উৎসাহ ও উদ্দীপনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
মো. নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি

নানা আয়োজন, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়, যা শহরের সিও অফিস মোড় হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন। তিনি বলেন, “আজ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত। নবীন এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।”

সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন বলেন, “দক্ষিণাঞ্চলে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও যাঁরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন, তাঁদের প্রতিও ধন্যবাদ। এই বিশ্ববিদ্যালয় পিরোজপুরের শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সিন্ডিকেট সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী।”

দৈনিক ইত্তেফাক পিরোজপুর ব্যুরোর প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মাধ্যমে শতাধিক নবীন প্রাণের আগমন ঘটেছে পিরোজপুরে। আজকের এই আয়োজনের মাধ্যমে তাঁদের স্বাগত জানাই।”

আলোচনা সভার সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “২০২২ সালের ১৩ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আজ আমরা সেই ঐতিহাসিক দিনের ধারাবাহিকতায় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে সব বড় পরিবর্তনের পেছনে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা। এটি সবচেয়ে বড় হাতিয়ার। আমরা যদি ভালো মানুষ হিসেবে গড়ে উঠি, তবে প্রযুক্তিকে জনকল্যাণে কাজে লাগাতে পারব। বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্যই হচ্ছে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ তৈরি করা।”

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিরোজপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow