পিরোজপুরে বিস্ফোরক মামলায় কুমারখালী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 7, 2025 - 14:22
 0  4
পিরোজপুরে বিস্ফোরক মামলায় কুমারখালী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা মামলায় পিরোজপুরের কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে পিরোজপুর সদর থানার পুলিশ শহরের পশ্চিম শিকারপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সদর থানা সূত্র জানায়, অভিযুক্ত আব্দুল আলীমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯৮০ এর ৩/৪/৬ ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়। গত ২৫ মার্চ উত্তর শিকারপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলাটি (নম্বর ১৯/২০২৫) দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া আব্দুল আলীম সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাত বেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি কুমারখালী মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ওই মাদ্রাসার স্থগিতকৃত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন গাজী বলেন, “জুনিয়র শিক্ষক হওয়া সত্ত্বেও মাওলানা আব্দুল আলীম প্রভাব খাটিয়ে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়া একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে—একজন অষ্টম শ্রেণির ছাত্রীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ে, বাইতুল আইতাম শিশু সদনে এতিম না রেখে সরকারি অনুদান গ্রহণ, বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি।”

মামলার বাদী সিরাজুল ইসলাম বলেন, “আসামি গ্রেপ্তার হওয়ার পর তার আত্মীয়স্বজনেরা আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। আমি বিষয়টি সদর থানাকে জানিয়েছি।”

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, “আব্দুল আলীম বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow