পিরোজপুরে মডেল মসজিদে হামলা ও ছিনতাই, নাগরিক কমিটির নেতা গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুর
Mar 22, 2025 - 21:11
 0  3
পিরোজপুরে মডেল মসজিদে হামলা ও ছিনতাই, নাগরিক কমিটির নেতা গ্রেফতার

পিরোজপুর শহরের নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও অর্থ ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলা শাখার ১ নম্বর সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে শহরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে "ছাত্র আন্দোলনের আহ্বায়ক" পরিচয় দিয়ে ৩০-৪০ জনের একটি দল নিয়ে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালান। তারা মসজিদ সাইটে কর্মরত স্টাফদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিস কক্ষ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেন।

হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্কও ধ্বংস করে ফেলে, যাতে হামলার কোনো প্রমাণ না থাকে। ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে সানি সংশ্লিষ্টদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

তবে "ছাত্র আন্দোলন" সংগঠনের নেতারা মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন।

সংগঠনটির অন্যতম সমন্বয়ক শাহরিয়ার আমিন সাগর বলেন, "মুসাব্বির সানি কখনোই পিরোজপুরের সমন্বয়ক ছিলেন না। তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি মডেল মসজিদ ও টোল প্লাজায় গিয়েছিলেন।"

অপর ছাত্র আন্দোলন নেতা মুঈন উদ্দিন বলেন, "সানি মডেল মসজিদের নির্মাণকাজে বাধা দিয়েছেন এবং সেখান থেকে ৫ লাখ টাকা নিয়ে গেছেন। এছাড়া, তিনি টোল প্লাজায় আগুন লাগিয়ে নিজের লোক বসিয়েছেন।"

ছাত্র আন্দোলনের আরেক নেতা আসমা মিতু তার ফেসবুক পোস্টে লিখেছেন, "মুসাব্বির সানি সাধারণ ছাত্রদের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। নাগরিক কমিটির নাম ব্যবহার করে বিভিন্ন নেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। সাধারণ ছাত্রদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।"

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সোবহান বলেন, "মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। তাকে আটক করা হয়েছে। এছাড়া, পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow