পিরোজপুরে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ

মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি
Mar 11, 2025 - 23:34
 0  8
পিরোজপুরে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ

পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়ে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা গেছে, ভাইরাল হওয়া ছবিতে বাবুল সরকারকে একটি কক্ষে বসে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করতে দেখা গেছে। ছবিতে দু’জনকেই আপত্তিকর অবস্থায় দেখা যায়। অভিযোগ রয়েছে, শুধু মাদক গ্রহণই নয়, তিনি আরও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে বাবুল সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি তাকে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি। অফিসের কেউ এ বিষয়ে মন্তব্য করতেও রাজি হননি। বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

এ প্রসঙ্গে পিরোজপুরের বিশিষ্ট সাংবাদিক মো. খালিদ হোসেন আবু বলেন, “একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার নিজেই মাদক গ্রহণের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। এটি সমাজের জন্য হতাশাজনক দৃষ্টান্ত।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow