পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার; বিপুল পরিমান ইয়াবা ও গাজা উদ্ধার

নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
Feb 14, 2025 - 22:55
 0  4
পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার; বিপুল পরিমান ইয়াবা ও গাজা উদ্ধার

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে মুকিত হাসান খাঁন বলেন, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকাসহ মাদক কারবারি গুলবানু ও তার ছেলে রাজিব খান এবং মো. রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

একই রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযানে পিরোজপুর পৌর এলাকার মুক্তারকাঠি গ্রাম থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর মোল্লা নামে অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানার এসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আল আমিনের বসতঘর থেকে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোসা. নাজমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এসব ঘটনায় পিরোজপুর সদর থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, পিরোজপুর জেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow