পিরোজপুরে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 24, 2025 - 23:34
 0  2
পিরোজপুরে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে সদর হাসপাতাল চত্বরে এই মানববন্ধনে অংশ নেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মচারীরা অভিযোগ করেন, ডা. ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছেন এবং কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করছেন।

স্বাস্থ্য সহকারী জাহিদুল ইসলাম বলেন, "সরকারি প্রতিষ্ঠানে কাজ করেও আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না। তিনি আমাদের ইচ্ছামতো ব্যবহার করেন, ছুটি পাওয়া তো দূরের কথা, আত্মীয় মারা গেলেও ছুটি দেন না।"

ক্যাশিয়ার সাইফুল ইসলাম জানান, "আমি ঋণের জন্য আবেদন করলেও তিনি তা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেন। রুমে গেলে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখেন। অফিসকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছেন।"

স্বাস্থ্য সহকারী আল-আমিন আরও বলেন, "তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। এর আগেও অন্য উপজেলায় নানা অভিযোগে অভিযুক্ত হয়ে এখানে এসেছেন।"

অভিযোগ প্রসঙ্গে ডা. ফরিদা ইয়াসমিন বলেন, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত। কেউ প্রমাণ দিতে পারলে আমি দায় স্বীকার করতে প্রস্তুত।"

এ বিষয়ে পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, "আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow