পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
Mar 21, 2025 - 23:04
 0  2
পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাব্বির শিকদার (২৫) নামে এক অটোরিকশাচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাতে ওদনকাঠী গ্রামের নির্জন ইটের রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাব্বিরের মাথায় হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথা থেতলে গেছে। মরদেহের পাশেই প্রচুর রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

নিহত সাব্বির শিকদার পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের হারুন শিকদারের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সাব্বিরের বাবা হারুন শিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে সাব্বির তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। শুক্রবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নেশা করতেন। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত কোনো বিরোধ কিংবা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি।"

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow