পিরোজপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 29, 2025 - 20:15
 0  2
পিরোজপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আরেকটি ঘৃণ্য ঘটনায় ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) রাতে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ইয়ামিন (৩০)। সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) রাতে শিশুটির মা বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলার পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

নেছারাবাদ থানার ওসি মোহাম্মদ বনি আমিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইয়ামিন এবং শিশুটি একই গ্রামের বাসিন্দা। ঘটনার রাতে এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সুযোগে ইয়ামিন শিশুটিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে অন্ধকারে ধর্ষণ করে।

চিৎকার শুনে পাশের ঘরের এক ব্যক্তি বেরিয়ে এসে ঘটনাটি দেখে ফেলেন এবং চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসতে থাকে। কিন্তু তার আগেই ইয়ামিন পালিয়ে যায়।

পরে শিশুটির মা আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় থানায় মামলা করেন।

ওসি আরও জানান, শিশুটির মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে। অভিযুক্ত ইয়ামিনকে খুঁজে বার করতে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রশাসন ও পুলিশের কাছে দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow