পুঠিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Mar 17, 2025 - 12:29
 0  2
পুঠিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া গ্রামে স্ত্রীকে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (১৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীর নাম শিপন আলী (৩৫), তিনি বারুইপাড়া গ্রামের রুস্তমা আলীর ছেলে। নিহত গৃহবধূর নাম সোমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর সকালে শিপন আলী তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের খবর দেন। তবে, থানায় খবর পৌঁছালে পুলিশ এসে লাশটি দেখে সন্দেহ প্রকাশ করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিপন ও সোমার মধ্যে পারিবারিক কলহ চলছিল।

নিহত সোমার মা পিঞ্জিরা বেগম এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় স্বামী শিপন আলীকে, যাকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। তবে অভিযুক্ত শিপনের বাবা রুস্তমা আলীকে বাড়িতে পাওয়া যায়নি।

সোমার মা পিঞ্জিরা বেগম বলেন, "আমার মেয়েকে জামাই ও তার পরিবারের লোকজন মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই। সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।"

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, "এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow