পুঠিয়ায় পর্যটকদের উপর বখাটের হামলা
রাজশাহীর পুঠিয়ায় পর্যটকদের উপর বখাটের হামলার ঘটনা ঘটেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার দুপুর ২টা ২৫ মিনিটের সময় রাজশাহীর পুঠিয়া থানাধীন অবস্থিত রাজবাড়ী এলাকায়। স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিকগণকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহতরা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের মজিদুলের ছেলে ওমর ফারুক (১৮), আনিসুল ইসলাম ছেলে শিশির (১৮) ও সাখাওয়াত ছেলে বেলাল (১৯) সহ অজ্ঞতা চারজন শিক্ষার্থী ও শিক্ষক।
জানা যায়, বৃহস্প্রতিবার রাজশাহীর পুঠিয়া থানাধীন অবস্থিত রাজবাড়ীতে বনভোজনে আসেন গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা। আগত ছাত্র-ছাত্রী রাজবাড়ীর সামনে এসে বাস থেকে নামার সময় একটি অটোবাইকের সাথে একটি ছাত্রের ধাক্কা লাগে। এই বিষয় নিয়ে অটোবাইকের ড্রাইভার পুঠিয়া থানার কান্দ্রা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে মোঃ মাসুম (৪০) এর সাথে ছাত্রদের সাথে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়। এতে তিন জন আহত হয়। স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিকগণকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পওে থানা পুলিশ ঘঁনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি কিন্তু কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতাম।
What's Your Reaction?