পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Jan 15, 2025 - 18:38
 0  3
পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

রাজশাহী পুঠিয়া উপজেলায়র জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে।

গত ০৯ জানুয়ারি সকালে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। উক্ত ঘটনার পর গত (১৪ জানুয়ারি) ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামী সর্ম্পকে ভুক্তভোগীর প্রতিবেশী। তিনি জানান, স্বামী প্রায় চারবছর যাবত সৌদি আরবে থাকেন। তার তিনটি ছেলে নিয়ে তিনি স্বামীর বাড়ীতে বসবাস করেন। কিছুদিন যাবৎ উক্ত আসামী তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে কাউকে বিষয়টি বলেনি তিনি।  সকাল আনুমানিক ৯টার সময় তার তিন ছেলে বাড়ি থেকে কাজে চলে গেলে তিনি নিজ বাড়ীর পূর্ব পাশে রান্নাঘরে কাজ করছিলেন। বাড়ীতে একা থাকার সুযোগে আসামি ভুক্তভোগীর বাড়ীতে প্রবেশ করে তাকে পিছন থেকে জাপটে ধরে। ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত মোজাফফর দৌড়ে পালিয়ে যায়। সে সময় ওই এলাকার সোহাগী (৬০) ও আলাউদ্দিন (৫৫) সহ আরো অনেকে এগিয়ে এসে তার নিকট ঘটনা শোনেন এবং অভিযুক্ত মোজাফফর ভুক্তভোগী নারীর বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয় অনেকেই দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে আমরা স্থানীয়ভাবে একটি শালীস বৈঠক করি। তবে সেই শালিক বৈঠকের দেওয়া সিদ্ধান্ত অভিযুক্ত আসামি মেনে নেননি। পরে ভুক্তভোগী ওই সালিক বৈঠকের জনসমক্ষে বিষ পান করবেন বলে জানালে আমরা তাকে থানা পুলিশের সহযোগিতা নিতে বলি।

তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আসামীর বাড়ীতে গেলে তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। উক্ত বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow