পুলিশ কর্তৃক সেনা কর্মকর্তা লাঞ্ছিত হওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে রাওয়া

জোবায়ের সাকিব, ঢাকা জেলা প্রতিনিধি
Oct 30, 2024 - 23:33
Oct 30, 2024 - 23:36
 0  11
পুলিশ কর্তৃক সেনা কর্মকর্তা লাঞ্ছিত হওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে রাওয়া

রাজধানী ঢাকার গুলশানে পুলিশ কর্তৃক সেনাবাহিনীর কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া)।  সব সদস্যের পক্ষে বিবৃতিতে রাওয়া সেক্রেটারি জেনারেল মেজর মো. তাইফুর রহমান বিশ্বাস (অব.) 

বুধবার (৩০ অক্টোবর) এই নিন্দা ও ক্ষোভ জানান। বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর রাত ১০টার দিকে গুলশান-২ গোলচত্বরের কাছে সেনাবাহিনীতে কর্মরত এক কর্মকর্তা এবং তাঁর পরিবারকে গুলশান জোনের এসি সোহেল রানার নেতৃত্বে পরিচালিত পুলিশের টহল দল মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা এবং প্রচলিত আইনের দোহাই দিয়ে ওই সেনা কর্মকর্তা এবং তাঁর পরিবারকে গুলশান থানায় যেতে বাধ্য করে। 

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার পাশাপাশি সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলেছে। এ ছাড়া দেশপ্রেমিক সেনাবাহিনী ভেঙে পড়া আইনশৃংখলা পরিস্থিতি সহনীয়করণের পাশাপাশি পুলিশবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। দেশের এমন এক ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তা এবং তাঁর পরিবারের ওপর পুলিশের এই জঘন্য এবং বর্বর আচরণ এক গভীর ষড়যন্ত্রের অংশ, যা ছাত্র-জনতার বিগত অর্জনকে নস্যাৎ করার অভিপ্রায়ে সুকৌশলে পরিচালিত হচ্ছে। আমরা রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশের (রাওয়া) সব সদস্য এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। 
বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে গুলশান জোনের পুলিশের এসি সোহেল রানাসহ এই জঘন্য অপরাধের সাথে জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow