পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার, জানালেন পুলিশ সুপার 

মাহমুদুল হাসান,  স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Apr 3, 2024 - 19:22
Apr 3, 2024 - 19:55
 0  12
পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার, জানালেন পুলিশ সুপার 

পবিত্র ঈদুল ফিতর সমাগত। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৯ টি উপজেলাসহ পুলিশ প্রশাসনের ব্যাপকভাবে কঠর নিরাপত্তা জোরদার কার্যক্রম লক্ষ্য করা গেছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে একান্ত সাক্ষাৎকালে জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত তেমনটি জানালেন সাংবাদিকদের। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, ট্রাফিক পুলিশ, এবং হাইওয়ে পুলিশ  আশুগঞ্জ থেকে মাধবপুর, সরাইল বিশ্বরোড থেকে কুটি চৌহমোহনি পর্যন্ত হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে ব্রাহ্মণবাড়িয়া জেলাব্যাপী, ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং তিনি আরো জানান আমরা প্রতিনিয়তই আইনশৃঙ্খলা কঠোর অবস্থানে রাখার চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার ঈদেও পুলিশ অপরিসীম গুরুত্ব দিয়ে পুলিশ কর্মকর্তা কর্মচারীদের থাকছে না পর্যাপ্ত ছুটিও। তিনি আরো জানান আপনারাও হয়তো দেখেছেন, আমাদের দক্ষ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, কাগজপত্র বিহীন মোটরসাইকেলেরও চলছে নিয়মিত অভিযান। এবং শহরের যানজট নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow