পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উৎযাপনে নবীর জীবনী স্মৃতিচারণ

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
Sep 16, 2024 - 17:48
 0  25
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উৎযাপনে নবীর জীবনী স্মৃতিচারণ

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উৎযাপন উপলক্ষে নবীজীর জীবনী স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো.শাহাদত হোসেন। এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন , অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ। 

এসময় বক্তাগণ নবীজীর জীবনীর উপর স্মৃতিচারণ মূলক আলোচনা করেন। নবীজীর আদর্শকে লালন করে শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে জীবন গড়ার পরামর্শ দেন। 

আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মাঝে নবীজীর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা, কোরান তিলাওয়াত, হাম-নাথ ও ইসলামিক গান, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow