পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ১'শ এক শিক্ষার্থীকে সংবর্ধনা 

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
Jun 23, 2024 - 18:56
 0  107
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ১'শ এক শিক্ষার্থীকে সংবর্ধনা 

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ২০২৪ এ জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল ১১ টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক (পুলিশ নারী কল্যাণ তহবিল) এর সভানেত্রী  প্রকৌশলী আনিকা ফারিহা রশিদ, আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ( পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আহমেদ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান সিকদার, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমণ্ডলী 

স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ। এসময় তিনি বিগত বছর গুলোর ফলাফল পর্যালোচনাসহ শিক্ষার মানোন্নয়নে সার্বিক আলোচনা করেন।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাক এর সভানেত্রী প্রকৌশলী আনিকা ফারিহা রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য। 

অতঃপর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা সভা শেষে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১০১ জন  শিক্ষার্থী এবং বুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সেপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং সকল শ্রেণির শিক্ষার্থীদের একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow