পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পুলিশ লাইন্সের মাঠে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ুম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, আরআই মো. সবুজ মিয়াসহ শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করা আবশ্যক।
এদিকে পুরস্কার বিতরণ শেষে সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ।
What's Your Reaction?